কেমন তুমি

তেমন করে তোমায় আমি পেলাম কই!
চোখের হাসি রাঙা আলোয় তেমন করে ফুটল কই!
হাসির ফাঁকে হৃদয় দোলা যেমন করে টঙবগিয়ে উথলে ওঠে
তেমন আমার হাতটা এসে ধরলে কই!
প্রথম ছোঁয়া আজও আমায় তোমার কাছে পৌঁছে দেয়।
হাসতে হাসতে হাতের বাঁধন ছেড়েছিলে অবহেলায়
নাইবা তুমি আমার হলে , পরশ তোমার
তেমন করেই রয়ে গেল,
আমার কাছে।

Leave a Reply