মনের কথা ২

সকলেই লিখছে দেখলাম – মানুষের সুবিধার জন্য কথা বলেছেন তাঁরা। নিজেদের বেতন তথা অন্য কোনও সুবিধার কথা বলেন নি।

জরুরী পরিষেবা বন্ধ করে , এমন নেত্য পরিবেশন করে কি নিজেদের কথা বলা যায়???? তাও মিডিয়ার সামনে বসে । দেশ বিদেশ সকলের চোখ যখন টিভির পর্দায় ।

ডাক্তার কেন প্রহৃত হবেন জনসাধারণের কাছে?? 
মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে । ভগবানের পর যাঁরা , ‘নিজেকে ভালোবাসা মানুষ’ গুলিকে ভালো রাখতে পারেন তাঁরা ডাক্তার । একারণে 
ধনী-গরিব-চোর-ডাকাত-নেতা-মন্ত্রী-আমি-তুমি কোনও না কোনও দিন তাদের শরণাপন্ন হবই।

তাহলে এত ক্ষোভ কিসের ? এত রাগ কেন??? 
খাদ্য-বস্ত্র-বাসস্থান যদি মূল চাহিদা হয়ে থাকে, তাহলে ‘শিক্ষা আর স্বাস্থ্য’- মূল প্রয়োজন। 
শেষের দুটি প্রয়োজন দ্রুত বেসরকারি করণ হচ্ছে। এই দুটি প্রয়োজনে মানুষ বেসরকারি প্রতিষ্ঠানে বেশি ভরসা রাখছে। সেই জন্যেই কি এমন অভব্য পরিস্থিতি তৈরী হচ্ছে।

বোধহয় ভেবে দেখার সময় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *