স্বামীজির জন্মদিনে ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন স্বামী সোমাত্মানন্দ মহারাজ
আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ ডেস্ক, দুর্গাপুরঃ মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শিল্প শহর দুর্গাপুরে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফুলঝোড়ের ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজেও দিনটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান আয়োজিত হবে কলেজের ফুলঝোড় ক্যাম্পাসে। কলেজ সূত্রে জানানো হয়েছে, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ মহারাজ আসবেন অনুষ্ঠানে যোগ দিতে। তিনি প্রথমে বিবেক উদ্যানে গিয়ে শঙ্খধ্বনির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। কলেজের বিশিষ্ট জনেরাও এর পর একে একে মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
আরও পড়ুন- করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন
মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে দুলাল মিত্র প্রেক্ষাগৃহে। উদ্বোধনী সঙ্গীতের পরে স্বাগত ভাষণ দেবেন কলেজের ডিরেক্টর ডাঃ পীযূষ পাল রায়। এরপর ‘Ethics, Education and Mankind: The Thoughts of Swami Vivekananda’ বিষয়ে আলোকপাত করবেন স্বামী সোমাত্মানন্দ মহারাজ।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশনের জেনারেল সেক্রেটারি তরুণ ভট্টাচার্য। উপস্থিত থাকবেন ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাকাডেমি অফ প্রফেশনাল কোর্সেস এর প্রিন্সিপ্যাল ডাঃ সৌরভ দত্ত। সমগ্র অনুষ্ঠান ও কর্মসূচি যথাযথ কোভিড স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত হবে বলে কলেজ সূত্রে জানানো হয়েছে।