Dr. B C Roy Engineering College-এ MCA (Lateral Entry) ভর্তির আবেদনের শেষদিন ৩ মার্চ
আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুরঃ Dr. B C Roy Engineering College দুর্গাপুুরের ফুলঝোড়ে অবস্থিত। রাজ্যের তথা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে কলেজটি। ক্যাম্পাসের ভিতরেই হস্টেল। Ragging-free ক্যাম্পাস। Wi-Fi enabled স্মার্ট ক্লাসরুম। চাকরির খোঁজ দিতে গড়ে তোলা হয়েছে Industry-Institute Partnership। রয়েছে Entrepreneurship Development Cell।
এমন একটি আদর্শ কলেজে MCA (Lateral Entry) ভর্তি হওয়ার সুযোগ কে বা হাতছাড়া করতে চায়! MCA করতে ইচ্ছুক হলে বিসিএ, বিএসসি (আইটি/ কম্পিউটার সায়েন্স) উত্তীর্ণ হলেই ভর্তির জন্য আবেদন করা যাবে। কমপক্ষে ৫০ শতাংশ নম্বর (সংরক্ষিত পড়ুয়াদের ক্ষেত্রে ৪৫ শতাংশ) নম্বর পেতে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন লেভেলে গণিত থাকা বাধ্যতামূলক। আবেদনের শেষ দিন ৩ মার্চ।
আরও পড়ুন- আইআইটি, এনআইটির মতো ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদেরও পেড ইন্টার্নশিপ দেবে এনএইচএআই