অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করে সফল কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে BCREC APC
কেরিয়ার দর্পণ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আজকের এই অতি ব্যস্ত আধুনিক জীবনে সব থেকে দুশ্চিন্তার বিষয় হল স্বাস্থ্য। আর তাই স্বাস্থ্যের সঙ্গে জড়িত বা সুস্থ থাকার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পেশার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তেমনই একটি গুরুত্বপূর্ণ কোর্স হল অপটোমেট্রি। উচ্চ মাধ্যমিক পাশ করেই এই কোর্সে ভর্তি হওয়া যায়। দুর্গাপুরের ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ ও অ্যাকাডেমি অফ প্রফেশন্যাল কোর্সেস ( BCREC APC) নিয়ে এসেছে অপটোমেট্রি নিয়ে পড়াশোনার সুযোগ। হাতেকলমে শিক্ষাদানের জন্য কলেজে দেড় কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি। তিনবছরের কোর্স শেষে একবছরের ইন্টার্নশিপের সুযোগ পান পড়ুয়ারা।এই কোর্স করে কেরিয়ার গড়ার দারুণ সুযোগ রয়েছে। অপটোমেট্রি নিয়ে পড়াশোনার পরে চোখের হাসপাতালে, ক্লিনিকে কাজের সুযোগ রয়েছে। এছাড়া সরকারি, বেসরকারি হাসপাতালের চক্ষু বিভাগেও কাজের সুযোগ আছে৷ আবার কোর্স শেষে কয়েক বছর অভিজ্ঞতা সঞ্চয়ের পরে কেউ অপটোমেট্রিস্ট হিসেবে স্বাধীনভাবে নিজের মতো প্র্যাকটিসও শুরু করতে পারেন।
আজকাল স্বাস্থ্য পরিষেবার উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির সংখ্যা। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্যারামেডিক্যালে কাজ জানা কর্মীর চাহিদা। গত কয়েক বছরে অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করা পড়ুয়াদের কদর বেড়েছে ব্যাপকভাবে। কারণ, রাজ্যের বিভিন্ন শহরে নামজাদা সর্বভারতীয় চোখের হাসপাতালগুলি তাদের শাখা খুলেছে৷ এই সব হাসপাতালে চক্ষু পরীক্ষা এবং চোখের রোগ নির্ণয়ের প্রাথমিক দিকটি পরীক্ষার দায়িত্ব থাকে অপটোমেট্রিস্টদের উপর৷ তাছাড়া অপটোমেট্রিস্টদের অনেকে পোস্ট সেকেন্ডারি শিক্ষক হিসাবে নিযুক্ত হতে পারেন। কেউ অপটোমেট্রি কলেজে গবেষণা করতে পারেন। অথবা, আই কেয়ার ইন্ডাস্ট্রিতে কনসালট্যান্ট হিসাবে কাজ করতে পারেন।
বাজার ঘুরে দেখা গিয়েছে, কাজের সুযোগ রয়েছে। অথচ অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করা পড়ুয়াদের জোগান যথেষ্ট নয়৷ তাই যাঁরা এই বিষয়টি নিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাঁরা আর সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। যোগাযোগ করুন ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ ও অ্যাকাডেমি অফ প্রফেশন্যাল কোর্সেস (BCREC APC) এর সঙ্গে। এই কোর্স সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি রইল এই প্রতিবেদনে।
কোর্সের নাম: ‘ব্যাচেলর অফ অপটোমেট্রি’
কোর্সের মেয়াদ: ৪ বছর (৩ বছর + ১ বছর ইন্টার্নশিপ)
আসন সংখ্যা: ৬০ টি। ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: যে কোনও অনুমোদিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি থাকতেই হবে। এছাড়া ম্যাথমেটিক্স বা বায়োলজি, যে কোনও একটি বিষয় থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ফল প্রকাশের আগে প্রভিশন্যাল বেসিসে ভর্তির সুযোগও রয়েছে। বাছাই পদ্ধতি: আবেদনকারীকে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আয়োজিত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘কমন এন্ট্রান্স টেস্ট’-এ উত্তীর্ণ হতে হবে। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট: www.makautwb.ac.in