এয়ারপোর্টের তালিকায় আসানসোল, পান্ডবেশ্বর, মাধাইগঞ্জ?
২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে দেশের যে অব্যবহৃত এয়ারপোর্ট বা এয়ারস্ট্রিপের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে জায়গা পেয়েছে আসানসোল, মাধাইগঞ্জ, পান্ডবেশ্বর।
এছাড়া তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের গুসকরা, বীরভূমের রামপুরহাট, বাঁকুড়ার বিষ্ণুপুর-ও।


তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি এবার পানাগড়, অণ্ডাল, বার্নপুরের (বার্নপুরে এয়ারপোর্ট চালুর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে) পর জেলায় আরও নতুন এয়ারপোর্ট চালুর চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার?
কারণ, অসামরিক বিমান চলাচল মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যে দেশের আরও ১০০ টি বিমান বন্দর, হেলিকপ্টার বন্দর ও ওয়াটার অ্যারোড্রামের উন্নতিসাধন করা হবে।
সেই তালিকায় কি আমাদের জেলার কোনও জায়গা থাকবে? তবে কি ভবিষ্যতে এই জায়গাগুলি থেকেও বিমান চালুর সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর অজানা। উত্তর দেবে সময়।