Amazon Fire TV Stick
Amazon Fire TV Stick. যত দিন যাচ্ছে তত জনপ্রিয় হয়েছে অ্যামাজনের ফায়ার টিভি স্টিক। একটি বড়সড় পেন-ড্রাইভের মতো দেখতে। সঙ্গে একটি রিমোট। রিমোটটি ‘অ্যালেক্স ভয়েস রিমোট’। এতে ভয়েস সার্চ করা সম্ভব। টিভিতে এইচডিএমআই পোর্ট থাকলে সেখানে স্টিকটি গুঁজে দিলেই হবে। পোর্ট না থাকলে কনভার্টারের সাহায্যেও জুড়ে দেওয়া যায়। আপনার বাড়ির ইন্টারনেট সংযোগের সঙ্গে টিভির সংযোগ হয়ে গেল।
মিলছে বিপুল ছাড়
সাধারণ টিভি চ্যানেল তো বটেই, এছাড়াও রয়েছে ‘নেটফ্লিক্স’, ‘অ্যামাজ়ন প্রাইম’, ‘হট স্টার’, ‘হইচই’-এর মতো ‘ওটিটি’। প্রথমে এসেছিল অ্যামাজনের ফায়ার টিভি স্টিক ৪কে। এর পরে বাজারে আসে ফায়ার টিভি স্টিক ৪কে ম্যাক্স। যা আগের মডেলের তুলনায় অনেক উন্নত এবং আধুনিক ফিচার নিয়ে এসেছে। আমরা বাড়িতে ব্যবহার করছি। অসাধারণ। আপনিও দেখতে পারেন ট্রাই করে!