Breaking news…দুর্ঘটনায় জখম ‘বালিকা বধূ’ ধারাবাহিকের অদ্রিজা মুখোপাধ্যায়, ভর্তি কালনা হাসপাতালে

আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।

দুর্গাপুর দর্পণ, বর্ধমানঃ দুর্ঘটনায় জখম হয়েছেন ‘বালিকা বধূ’ ধারাবাহিকের অভিনেত্রী অদ্রিজা মুখোপাধ্যায়। তাঁর মাথায় ও হাতে চোট লেগেছে। তাঁকে ভর্তি করা হয়েছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

বৃহস্পতিবার সকালে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ও তাঁর পরিবারের মোট ছয় জন ছিলেন গাড়িতে। হুগলির নাটাগড়ের কাছে পিছনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। রাস্তার পাশের একটি পুকুরে গিয়ে গাড়িটি পড়ে।

গাড়ির আরোহীরা সবাই কম-বেশি চোট পেয়েছেন। অদ্রিজার মাথায়-হাতে চোট লেগেছে। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। তাঁর অবস্থা স্থিতিশীল। পরিস্থিতির উন্নতি হওয়ার পরে অদ্রিজা সহ পরিবারের সকলকে কলকাতায় স্থানান্তর করা হয়।

https://durgapur24x7.com/corona-vaccine-reaches-durgapur/

aamarvlog

শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, রান্না সহ আরও নানা কিছু। আমার ব্লগ- হাবি জাবি নয়। যোগাযোগ- ফোন ও হোয়াটসঅ্যাপ- 9434312482 ই-মেইল- [email protected]

Feedback is highly appreciated...

error: Content is protected !!
%d bloggers like this: