সন্ধ্যার শেষে স্নিগ্ধ শিশির ভিজিয়ে গেল ঘাসের ডগা
ঘাসফুলের গন্ধে এলোমেলা বাতাস বয়ে যায় উদাস মনের পাশ দিয়ে।
কাশের রঙ জানিয়ে যায়, আবার দেবী আসছে ঢাকের তালে
আবার কোনো কিশোরীর মন বদ্ধ হবে কিশোরের চোখে!
হয়তো কোনো কিশোরীর আঁচল থাকবে রঙিন
শরতের আকাশ আবার সাজবে নতুন করে।
চারিদিকে শূন্য হাহাকার জানিয়ে যাবে-
বিনা চিকিৎসায় তোমার শূন্যতা।
সব সত্যিগুলো এক নিমেষে মিথ্যে হবে
শিশির থাকবে, কাশ থাকবে, শুধু তুমি নেই-
দেবলীনা।
+ There are no comments
Add yours