Best smartphone under 15000

Best smartphone under 15000, The Realme C3, Realme Narzo 10A, Infinix Note 7 or the Redmi 9?

Best smartphone under 15000. কোন স্মার্টফোনটি ভালো? Realme C3, Realme Narzo 10A, Infinix Note 7 নাকি Redmi 9! আসুন একটু তুলনামূলক আলোচনা করা যাক। দেখা যাক, best smartphone under 15000 কোনটি।

Best smartphone under 15000। আমরা ইতিমধ্যেই জানি Realme C3, Realme Narzo 10A ও Infinix Note 7 এর স্পেশিফিকেশন। তবে Redmi 9 এর স্পেশিফিকেশন এখনও আমাদের অজানা। অফিসিয়ালি Redmi 9 এর স্পেশিফিকেশন এখনও ঘোষণা করা হয়নি। তবে আন্দাজ করে নেওয়া হচ্ছে অনেক কিছুই।

তবে, সেই আন্দাজগুলিকে যদি আপনি সামান্যতম গুরুত্বও দিয়ে থাকেন, তাহলে মনে করা হচ্ছে Redmi 9 আসছে মিডিয়াটেক হেলিও জি 70 অক্টা-কোর প্রসেসরের সঙ্গে। বাকি তিনটি ফোনের সঙ্গে যা পাল্লা দেবে অনায়াসেই।

Best smartphone under 15000. দেখে নেওয়া যাক।

মিডিয়াটেক প্রসেসরটি রয়েছে সব স্মার্টফোনেই। তাই সেগুলি সবই সমান শক্তিশালী। পার্থক্যটা গড়ে দিচ্ছে ফোনগুলিতে থাকা অন্যান্য ফিচারগুলি। আসুন দেখা যাক সেগুলি কি।

প্রথমেই আসা যাক Realme C3 এর কথায়। বাংলাদেশে এই স্মার্টফোনটি এখন ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে। দামের দিক থেকে সত্যিই সস্তা। তাই কেউ পকেটের কথা ভাবলে এটা বেশ ভালো ফোন।

তবে অন্যদিক থেকে দেখলে বলতে হয়, ফোনটির প্রসেসর এবং ব্যাটারি দুর্দান্ত হলেও ক্যামেরা স্পেশিফিকেশন এবং স্টোরেজ স্পেশিফিকেশন খুব সাধারণ। তাই বাকিদের সঙ্গে পাল্লা দিতে বেশ বেগ পেতে হবে ফোনটিকে।

ফোনটি পাওয়া যাচ্ছে একমাত্র 3GB RAM ও 32GB internal storage এ। এর থেকে বেশি RAM ও internal storage যুক্ত উন্নত কোনও ভ্যারিয়্যান্ট নেই। ফলে অনেকেরই সাধ মিটবে না।

এই জায়গাতেই Redmi 9 পিছনে ফেলে দিতে পারে Infinix Note 7 কে। ইতিমধ্যেই ব্রান্ড হিসাবে জনপ্রিয়তা ও ভরসা আদায় করে নিয়েছে Redmi। Redmi 9 তে Infinix Note 7 এর সব স্পেশিফিকেশন তো থাকবেই, মিলবে তার থেকেও বেশি কিছু, এমনটাই মনে করছেন স্মার্টফোনপ্রেমীরা।

Redmi 9 সেই ভরসা জোগাতে পারবে কি না সেটা সময় বলবে। আপাতত বাকি তিনটি ফোনের যে কোনও একটি নিয়েই মন শান্ত রাখতে হবে আপনাকে। আশা করা যায় best smartphone under 15000 সম্পর্কে এই প্রতিবেদনে একটা ধারণা পেয়েছেন। পড়ার জন্য ধন্যবাদ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours