Breaking News…রবিবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ মার্চ ২০২১ : তাঁকে দমিয়ে রাখা যাবে না। এটাই বোধ হয় বলতে চাইছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে জখম হওয়া এবং চিকিৎসার পরে ছাড়া পাওয়ার পরে তাঁকে চলাফেরা করতে হচ্ছে হুইল চেয়ারে। সেই অবস্থাতেই তিনি রবিবার আসছেন দুর্গাপুরে। শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে এটাই তাঁর প্রথম জেলা সফর।

সিটি সেন্টারের একটি মাঠে রবিবার বিকালে হেলিকপ্টার থেকে নামবেন মুখ্যমন্ত্রী। উঠবেন সিটি সেন্টারের একটি হোটেলে। হোটেল পর্যন্ত তাঁর হুইলচেয়ারে বসেই যাওয়ার কথা। হোটেলে ঢোকার মুখেও হুইল চেয়ার ওঠার বিশেষ ব্যবস্থা থাকছে। সেখানে রাত্রিবাস করার পর সোমবার সকালে পুরুলিয়ায় প্রচারে যাওয়ার কথা। বাঘমুন্ডি ও বলরামপুরে জনসভা করবেন নেত্রী। রাতে ফিরবেন দুর্গাপুরে। মঙ্গলবার সভা করার কথা বাঁকুড়ায়।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নির্বাচনী প্রচারের সময় বরাবর তিনি দুর্গাপুরেই রাত্রিবাস করে থাকেন। সিটি সেন্টারের একটি নির্দিষ্ট হোটেলেই তিনি বরাবর ওঠেন। এবারেও সেই হোটেলেই উঠবেন বলে ঠিক হয়েছে। দুর্গাপুরের তৃণমূল নেতাদের সঙ্গে তিনি বৈঠকও করবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী আসবেন বলে পুলিশ-প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে।

https://durgapur24x7.com/silent-procession-were-taken-out-across-paschim-bardhaman-by-tmc/

aamarvlog

শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, রান্না সহ আরও নানা কিছু। আমার ব্লগ- হাবি জাবি নয়। যোগাযোগ- ফোন ও হোয়াটসঅ্যাপ- 9434312482 ই-মেইল- [email protected]

Feedback is highly appreciated...

error: Content is protected !!
%d bloggers like this: