বিশ্বের সবথেকে বড় সোলার ট্রি দুর্গাপুরের সিএমইআরআই-য়ে
দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) বিশ্বের সব থেকে বড় সোলার ট্রি বানিয়েছে বলে দাবি করেছে। প্রতিষ্ঠানের ডিরেক্টর হরিশ হিরানি জানিয়েছেন, সিএমইআরআই রেসিডেন্সিয়াল কলোনিতে সেই সোলার ট্রি স্থাপন করা হয়েছে।
সিএমআরআই জানিয়েছে, সোলার ট্রি-র ক্যাপাসিটি হল ১১.৫ kWp এর বেশি। বছরে গড়ে ১২০০০-১৪০০০ ইউনিট পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করবে। এমনভাবে সোলার ট্রি বানানো হয়েছে যাতে প্রতিটি সোলার পিভি প্যানেল সবথেকে বেশি সূর্যালোকের সংস্পর্শে থাকে।
সিএমআরআই আরও জানিয়েছে, এই সোলার ট্রি-র নীচে খুব সামান্য জায়গায় ছায়া পড়ে। ফলে কৃষিকাজে হাই ক্যাপাসিটি পাম্প, ই-ট্রাক্টর, ই-পাওয়ার টিলারে ব্যবহার করা যাবে। এর ফলে ফসিল ফুয়েলের ব্যবহার কমবে। বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাবে।