করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের আরও কাছে BCREC and Group of Institutions, শুরু টিকাকরণ
আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ মার্চ ২০২১ঃ করোনার বিরুদ্ধে প্রথম থেকে লড়াই চালিয়ে যাচ্ছে দুর্গাপুরের ফুলঝোড়ের ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন। কোভিড-১৯ নিয়ে জেলা জুড়ে সচেতনতা গড়া, বস্তি এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিলি করা, করোনা যোদ্ধাদের সম্মানিত করার মতো নানা উদ্যোগ শুরু থেকেই নিয়ে আসছে ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন। এবার প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, কর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া হাতে নিয়েছেন তাঁরা।ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে গত বছরের সেপ্টেম্বরে ছয় দিনের কোভিড-১৯ অ্যাওয়ারনেস সোশ্যাল কনট্যাক্ট প্রোগ্রাম হাতে নেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলার অন্তত ৫১ টি বসতি ও বাজার এলাকায় গিয়ে মানুষকে সচেতন করা হয়। ডাঃ বিসি রায় পলিটেকনিক কলেজ বিধাননগরের আম্মা কলোনিতে সচেতনতা প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে মাস্ক, স্যানিটাইজার, সাবান তুলে দেওয়ার উদ্যোগ নেয়। স্বাধীনতা দিবসে মিশন হাসপাতালের কার্ডিয়াক সার্জেন ডাঃ সুজয় চ্যাটার্জী এবং নিউ টাউনশিপ থানার ওসি বিজন সমাদ্দার, দু’জন করোনা যোদ্ধাকে সম্মানিত করেন ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ।
এবার কোভিড ১৯ অতিমারি থেকে বাঁচতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, কর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। বিধাননগরের দ্য মিশন হাসপাতালের সহযোগিতায় এই কর্মসূচী নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকে ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। বাকিদেরও দ্রুত ভ্যাকসিন নেওয়ার আর্জি জানানো হয়েছে। ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ জানিয়েছেন, শুরু থেকেই করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। এবার ভ্যাকসিনেসন এর মাধ্যমে জয়ের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা।
আরও পড়ুন- করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন