প্লাজমা দানে রাজ্যে নজির দুর্গাপুরের দুই কন্যার
দুর্গাপুরের সিটিসেন্টারের ঋষিতা মজুমদার ও সোহিনী রায় প্লাজমা দান করে রাজ্যে নজির গড়লেন। ২৩ বছর বয়সী দুই কন্যা কয়েকদিন আগেই করোনা জয় করে বাড়ি ফিরেছেন। এমএএমসির বি ১ এলাকায় আয়েজিত রক্তদান শিবিরে এদিন তাঁরা প্লাজমা দান করেন।

এমএএমসি টাউনশিপের দুটি হাইস্কুলের প্রাক্তনীদের সংগঠন ভিকে নগর প্রচেষ্টা ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এদিন এমএএমসির বি ১ এলাকায় এদিন রক্তদান শিবিরের আয়োজন করেছিল। ৫ জন মহিলা সহ মোট ২৭ জন রক্তদান করেন। সেখানেই আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ সঞ্জিত চ্যাটার্জির উপস্থিতিতে প্লাজমা দান করেন দুই কন্যা। শিবিরে উপস্থিত ছিলেন আইনজীবি আয়ুব আনসারি, আমাদের পরিবহন সংস্থা’র সম্পাদক সুব্রত সিংহ প্রমুখ।
প্লাজমা দানকারী দুই কন্যার হাতে শংসাপত্র তুলে দেন ডাঃ সঞ্জিত চ্যাটার্জি এবং স্মারক তুলে দেন ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ। উপস্থিত ছিলেন ভিকে নগর প্রচেষ্টার শুভেন্দু চক্রবর্তী, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহ সাধারণ সম্পাদক রাজেশ পালিত প্রমুখ।