নলকূপ পাম্প করে জল পান করছে বাচ্চা হাতি, আলিপুরদুয়ারের ভিডিও দেখুন
‘স্বনির্ভর হাতি’! তাছাড়া কি-ই বা বলা যায়! তেষ্টা মেটাতে নিজেই টিউবওয়েল পাম্প করে জল পান করছে বাচ্চা হাতি। সম্প্রতি আলিপুরদুয়ারের মাদারিহাট নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গিয়েছে এমনই একটি দৃশ্য। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, সেটি একটি পোষা কুনকি হাতি। থাকে আলিপুরদুয়ারের জলদাপাড়ার সেন্ট্রাল পিলখানায়।
দেখুন ভিডিও
পিলখানাতেই জন্ম হাতিটির। সেখানেই সে বেড়ে উঠছে। জলতেষ্টা পাওয়ায় কারওর জন্য অপেক্ষা না করে নিজেই সে শুঁড় দিয়ে টিউবওয়েল পাম্প করে জল পান করতে শুরু করে। হাতিটি একবার শুঁড় দিয়ে টিউবওয়েলের হাতল টিপছে। কলের মুখ থেকে জল পড়তেই শুঁড় বাড়িয়ে সেই জল পান করছে। হাতির বুদ্ধিমত্তার বহু উদাহরণ রয়েছে। এটি তার অন্যতম।
Pingback: ব্যাঙ্ক ধর্মঘটে নগদে টান, বিপাকে গ্রাহকরা