You are currently viewing কোন বাস কখন, কোথায় যাবে জানতে চান? রইলো হেল্পলাইন

কোন বাস কখন, কোথায় যাবে জানতে চান? রইলো হেল্পলাইন

কোন বাস কখন কোথায় যাবে

কোন বাস কখন কোথায় যাবে. দুশ্চিন্তার কিছু নেই। এই রাজ্যের কলকাতা হোক বা দীঘা, বর্ধমান হোক বা বেলঘড়িয়া, আরামবাগ হোক বা ফলতা, হলদিয়া হোক বা বাঁকুড়া। আবার, ওপার বাংলায় খুলনা থেকে ঢাকা, যেখানেই যেতে চান না কেন, এই সমস্ত বাসের টাইম জানা মোটেও কিন্তু সমস্যার নয়!

পশ্চিমবঙ্গ জুড়়ে সরকারি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) বাস কোন রুটে কখন চলছে তা জানার জন্য সরাসরি ফোন নম্বর দেওয়া থাকছে এই প্রতিবেদনে। এসবিএসটিসি থেকেই এই ফোন নম্বরগুলি জানানো হয়েছে। আপনি ফোন করতে পারেন বা হোয়াটঅ্যাপও করতে পারেন।

ফোন নম্বর হল: 7699993930. হোয়াটসঅ্যাপ নম্বর হল: 7699994000. অনলাইনে টিকিট বুকিং করতে পারেন এখানে, https://online.sbstcbooking.co.in/ । আশা করা যায়, এই ফোন নম্বরগুলিতে ফোন করে আপনারা বাসের সময়সূচী জানতে পারবেন। আপনাদের যাত্রা শুভ হোক।  

এবার আসা যাক, খুলনা থেকে ঢাকা বাসের সময়সূচী, ভাড়া, কীভাবে টিকিট কাটবেন সেই প্রসঙ্গে। খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা। খুলনায় আছে সুন্দরবন। তাই পর্যটকদের কাছে খুলনার গুরুত্ব অপরিসীম। তাই রাজধানী ঢাকা অনেকেই খুলনা যাতায়াত করে থাকেন। অন্যদিকে খুলনার মানুষও নানা প্রয়োজনে ঢাকায় যান। 

খুলনা থেকে ঢাকা প্রথম বাস ছাড়ে ভোর ৪টা ১৫ নাগাদ। ঢাকা পৌঁছায় সকাল ১১টা নাগাদ। এরপর ৪টা ৪৫ মিনিটের নন-এসি বাস ঢাকা পৌঁছায় সকাল ১১টা ১৫ নাগাদ। এর পরের বাস সকাল ৭টায় ছেড়ে ঢাকা পৌঁছায় দুপুর ২টায়। এরপর দুপুর ১২টায় ছেড়ে একটি বাস ঢাকা যায় সন্ধ্যা সাড়ে ৬টায়। দুপুর ১টার বাস ঢাকা পৌঁছায় রাত ৯টায়। আবার রাত ৯টায় ছেড়ে একটি বাস ঢাকা পৌঁছায় পরদিন ভোর ৫টায়। পরের বাসটি রাত ১০টায় ছেড়ে ঢাকা যায় পরের দিন সকাল ৬টা ১০মিনিটে। আবার রাত ১০টা ১৫ তে ছেড়ে একটি বাস ঢাকা যায় ভোর সাড়ে ৪টায়। শেষ বাসটি ছাড়ে রাত সাড়ে ১২টায়। ঢাকা যায় পরদিন সকাল সাড়ে ৭টায়। এই রুটে এসি বাসের টিকিট মূল্য বাসের মান অনুযায়ী ৬০০ থেকে ১৩০০ টাকা। অন্যদিকে, নন-এসি বাসের ভাড়া হবে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। অনলাইনে সব টিকিট পাওয়া যায়। 

এবার আসা যাক কক্সবাজার থেকে ঢাকা বাসের সময়সূচী ও ভাড়়া প্রসঙ্গে। একটি বাস সকাল ৯টায় কক্সবাজারে ছেড়ে রাত ৮টা ১০ মিনিটে ঢাকা পৌঁছায়। এছাড়া সকাল ১০টার বাস রাত সাড়ে ৯টায়, সকাল সাড়ে ১০টার বাস রাত সাড়ে ৮টায়, সকাল সাড়ে ১০টার বাস রাত ৯টা ১০, সকাল ১১টার বাস রাত ৯টা ১০মিনিটে ঢাকা পৌঁছায়। দুপুরে যারা কক্সবাজার থেকেে ঢাকা রুটে যাতায়াত করতে চান, তাঁদের জন্য দুপুর সাড়ে ১২টায় বাস ছাড়ছে। ঢাকা যাবে রাত সাড়ে ৯টায়। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় ছেড়ে ভোর ৬টা ১০, রাত সাড়ে ৮টায় ছেড়ে সকাল ৭টা ১০ মিনিটে, রাত ৯টায় ছেড়ে সকাল ৬টা ১০ নাগাদ, রাত ৯টা ১৫তে ছেড়ে ভোর ৬টা ১৫, রাত সাড়ে ৯টায় ছেড়ে সকাল ৭টা ১০ মিনিটে, রাত সাড়ে ৯টায় ছেড়ে সকাল ৬টা ১০ মিনিটে, রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে ভোর ৬টা ৪৫ নাগাদ এবং রাত ১০টায় ছেড়ে সকাল ৮টায় ঢাকা পৌঁছাবে। নন এসি বাসের ভাড়া ৮০০ টাকা এবং বাসের মান অনুযায়ী এসি বাসের ভাড়া ১০০০ থেকে ১৭০০ টাকা ভাড়া।

আরও পড়ুন: রেলের গুরুত্বপূর্ণ ফোন নম্বর

 

Leave a Reply