মাইক্রো আর্টে বাজিমাত করছে ইন্দাসের অমৃত
ছোলার উপর গণেশ আঁকতে ১৪-১৫ মিনিট। চিঁড়ের উপর শিবমূর্তি আঁকতে সময় লাগে ২০-২৩ মিনিট। বাঁকুড়ার ইন্দাসের ধামুড় গ্রামের অমৃত বাগদি ইতিমধ্যেই মাইক্রো আর্টে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। ফেসবুকে তাঁর পোস্ট প্রশংসা কুড়িয়েছে অনেকের।

অমৃত ইন্দাস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ করে। তাঁর উৎসাহ দেখে বাবা-মা এক শিক্ষকের কাছে তাঁর আঁকা শেখার ব্যবস্থা করে দেন।
লকডাউনে তাঁর উৎসাহ বেড়ে যায় মাইক্রো আর্টের প্রতি। পরীক্ষা-নিরীক্ষা করতে করতে পর পর সৃষ্টির কাজে মেতে ওঠেন তিনি।
খালি চোখেই অমৃত মসুর ডালের উপর দুর্গামূর্তি, চালের উপর পাখি বানিয়ে ফেলেন কয়েক মিনিটের মধ্যেই। মূলত ওয়াটার কালার ব্যবহার করেন তিনি। শিক্ষক-শিক্ষিকারা তাঁকে উৎসাহ দান করেন।
বাবা সুব্রতবাবু ও আইসিডিএস কর্মী মা মিথিলাদেবী জানান, ছেলের এই সৃষ্টিশীল কাজে তাঁরা গর্বিত। ভবিষ্যতে আঁকা নিয়ে এগিয়ে যেতে চায় অমৃত।