প্রিয় লাইব্রেরিয়ানের বিদায়ে মুখ ভার ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের
আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ এপ্রিল, ২০২১ঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ প্রথম, যে কলেজের লাইব্রেরিতে Library Automation Software চালু করা হয়। ইঞ্জিনিয়ারিং, বেসিক সায়েন্স ও ম্যানেজমেন্টের প্রায় ৮৮ হাজার ৯৪৭ টি বইকে এই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করে তোলার নেপথ্যে প্রধান কারিগর ছিলেন কলেজের লাইব্রেরিয়ান ডঃ মানিক মন্ডল।শারীরিক কারণে অবসর নিলেন মানিকবাবুু। বুধবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলেজ ক্যাম্পাসে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক প্রিয়াঙ্কা রায়। উপস্থিত ছিলেন BCREC Group of Institutions এর জেনারেল সেক্রেটারি তরুণ ভট্টাচার্য, ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর ডাঃ পীযূষ পাল রায়, BCREC-APC এর প্রিন্সিপ্যাল ডঃ অরুণাভা মুখার্জী, নতুন লাইব্রেরিয়ান ডঃ সুবল বিশ্বাস এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের আয়োজক ছিল কলেজের জনসংযোগ বিভাগ। উপস্থিত প্রত্যেকেই তাঁদের বক্তব্যে কলেজের লাইব্রেরিকে আধুনিক ও উচ্চমানের করে তোলার পিছনে ডঃ মানিক মন্ডলের ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মানিকবাবু যেভাবে লাইব্রেরিকে সমৃদ্ধ করে তুলেছেন, যেভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে অটোমেশন প্রযুক্তির প্রয়োগ ঘটিয়েছেন তা কলেজের সার্বিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এখন থেকে তিনি আর লাইব্রেরিতে আসবেন না ঠিকই। কিন্তু তাঁর সঙ্গে মানসিকভাবে কলেজের লাইব্রেরির যোগ রয়েই যাবে। কলেজের পক্ষ থেকে মানিকবাবুর দীর্ঘায়ু এবং শারীরিক সুস্থতা কামনা করা হয় অনুষ্ঠানে।
আরও পড়ুন- অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করে সফল কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে BCREC APC