Beauty Tips With Tomatoes

Beauty Tips With Tomatoes. টম্যাটো দিয়ে রূপচর্চা।

Beauty Tips With Tomatoes. লকডাউন চলছে। আমরা কেউ বিউটিসিয়ানদের কাছে যেতে পারছি না। বাইরেও যাচ্ছি না। হাতে অনেকটা সময় পাচ্ছি। তাই বন্ধুরা আমি তোমাদের বলব সুন্দর কিভাবে থাকা যায়। বাড়িতে হাতের কাছে থাকা সামগ্রী দিয়েই কিভাবে ত্বক সতেজ রাখা যায় সেটা দেখে নেব আজ। আসুন জেনে নিই, টম্যাটো দিয়ে কিভাবে স্কিন ভালো রাখবেন। Beauty Tips With Tomatoes ।

জানেন কি, টম্যাটো দিয়েই বাজিমাত করা যায়! জানুন, Beauty Tips With Tomatoes.

দেখে নেওয়া যাক, টম্যাটো দিয়ে কিভাবে ফেসপ্যাক বানানো যায়। জানুন, Beauty Tips With Tomatoes.

ফেসপ্যাক বানাতে যা লাগবে

১) এক চামচ পাকা টম্যাটো রস ২) এক চামচ চিনি ৩) এক চামচ বেসন

এছাড়া, নরম্যাল স্কিন হলে এক চামচ মধু। আর, অয়েলি স্কিন হলে এক চামচ লেবুর রস।

কিভাবে ফেসপ্যাক বানাবো

একটি পাত্রে টম্যাটো থেকে বের করা রস এক চামচ নিতে হবে। বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। তাহলেই ফেসপ্যাক তৈরি।

কিভাবে ব্যবহার করব ফেসপ্যাক

মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মুখ মুছে মিশ্রণটি পুরো মুখে ক্লক ওয়াইজ ম্যাসাজ করব। মিনিট খানেক। এরপর ২০ মিনিট মুখে তা রেখে দেব। শুকিয়ে গেলে ভালো করে মুখ ধুয়ে নেব। এই প্যাক অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে লাগাব। তাতে সারা রাতের বিশ্রামে ত্বক আরও বেশী ভালো থাকবে। এই প্যাক সপ্তাহে দুদিন লাগালে ভালো ফল পাওয়া যায়।

টম্যাটো দিয়ে ক্লিনজিং

ত্বক বা স্কিনের ক্লিনজিং (Cleansing) কিভাবে করব, সে বিষয়ে। প্রতিদিন ত্বক ভালো রাখতে Cleansing করা খুব প্রয়োজন। ত্বক ফর্সা রাখতে Cleansing অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১) এক চামচ কাঁচা দুধ ২) এক চামচ টম্যাটোর রস।

কিভাবে ক্লিনজার বানাবো

দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই ক্নিনজার রেডি।

কিভাবে ব্যবহার করব ক্লিনজার

এক টুকরো তুলো ক্লিনজারে ভিজিয়ে পুরো মুখে লাগিয়ে নাও। এবার হাত দিয়ে দু’বার ম্যাসাজ করে ভালো করে মুখ ধুয়ে নাও। ত্বক সতেজ ও উজ্জ্বল থাকবে।

টম্যাটো যখন টোনার

টম্যাটোর রস নিয়মিত মুখে লাগালে ত্বক থাকবে নরম ও কোমল। উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এক লহমায়।

৩০ বছর পেরোলেই বলি রেখা দেখা দেয় মুখে। টম্যাটো অ্যান্টি এজিং এর কাজও করে। কিভাবে?

কিভাবে টোনার বানাবেন এবং কাজে লাগাবেন

এক চামচ ভিজানো মুসুরের ডাল, ২ চামচ টক দই আর একটি টম্যাটো। একসঙ্গে বেঁটে মুখে, হাতে, পায়ে লাগিয়ে ২০ মিনিট রাখতে হবে। কুসুম কুসুম গরম জলে ধুয়ে নিতে হবে।

এই প্যাকটি অ্যান্টিএজিংয়ের কাজ করবে। ফলে ত্বকে টানটান ভাব বজায় থাকবে। ৪০ পেরোলেও কেউ বুঝতে পারবে না আপনার সৌন্দর্যের রহস্য।

রোদে পুড়ে যাওয়া ত্বক স্বাভাবিক করতেও টম্যাটোর জুড়ি নেই

রোদে থেকে আমাদের অনেকের ত্বক কালো হয়ে যায়। এর থেকে বাঁচতেও মুশকিল আসান টম্যাটোর রস। একটি টম্যাটো বাঁটা, এক চা চামচ মধু মিশিয়ে নাও। মুখ আর শরীরের যেখানে যেখানে রোদে কালো হয়ে গেছে, সেখানে লাগিয়ে নাও। ২০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে ফেলো। সপ্তাহে ৩ দিন নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে ফর্সা আর উজ্জ্বল।

পেয়ে গেলেন বিস্তারিত, Beauty Tips With Tomatoes. আর দেরি কেন? ফ্রিজ থেকে টম্যাটো বের করে নেমে পড়ুন ফেসপ্যাক, ক্লিনজার বা অ্যান্টি এজিং প্যাক তৈরিতে।

এই প্রতিবেদনটি লেখা হয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। তবু কোনও সিদ্ধান্তে আসার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *