মোটা মাইনের নিশ্চিত চাকরি পেতে মেডিক্যাল ল্যাব টেকনোলজি পড়ুন BCREC APC থেকে
কেরিয়ার দর্পণ
আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আপনি অসুস্থ। হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হল। কিন্তু কি রোগ তা সুনির্দিষ্টভাবে নির্ণয় না হওয়া পর্যন্ত ডাক্তারবাবু আপনার সঠিক চিকিৎসা শুরু করতে পারেন না। রোগ নির্ণয় করতে দরকার হয় নানা পরীক্ষা নিরীক্ষার। ল্যাবরেটরিতে বসে যাঁরা এই পরীক্ষা নিরীক্ষার কাজটি করে থাকেন, তাঁরা হলেন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট৷ রোগীর রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তাঁরা। কোভিড পরিস্থিতি তা আরও স্পষ্ট করে দিয়েছে।আধুনিক চিকিত্সা বিজ্ঞান ও স্বাস্থ্য পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি৷ সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা এই কোর্স করার সুযোগ পান। কোর্স শেষে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম থেকে শুরু করে ছোট বড় ল্যাবরেটরি, কাজের সুযোগ রয়েছে বহু জায়গাতেই। পশ্চিমবঙ্গে তো বটেই, ভিন রাজ্যেও চাকরির সুযোগ রয়েছে মেডিক্যাল টেকনিশিয়ানদের। আবার কোর্স শেষে কেউ চাইলে নিজস্ব ক্লিনিক্যাল ল্যাব খুলে প্যাথোলজিস্টের তত্বাবধানে প্রাইভেট প্রাকটিসও করতে পারেন।
আরও পড়ুন- অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করে সফল কেরিয়ার গড়ার দিশা দেখাচ্ছে BCREC APCপাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া-র তরফে ২০১২ সালে করা একটি সমীক্ষায় জানা গিয়েছিল, এ দেশে আরও ৬১ হাজার মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান কর্মী প্রয়োজন। গত এক দশকে সারা দেশে বহু হাসপাতাল গড়ে উঠেছে। ফলে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ানদের চাহিদা আগের থেকে আরও বেড়েছে। অনেক ছাত্রছাত্রীই আছেন যাঁদের ডাক্তারি পড়ার স্বপ্ন থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয় না। তাঁরা এই কোর্স করে নিজেদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারেন।
যাঁরা এই বিষয়টি নিয়ে পড়াশোনার কথা ভাবছেন তাঁরা অবশ্যই যোগাযোগ করুন দুর্গাপুরের ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ ও অ্যাকাডেমি অফ প্রফেশন্যাল কোর্সেস (BCREC APC) এর সঙ্গে। এই কোর্সের জন্য অত্যন্ত আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই কলেজে। অত্যন্ত যত্ন সহকারে স্বাস্থ্যক্ষেত্রের প্রখ্যাত পেশাদারদের নিয়ে এখানে পঠন-পাঠনের ব্যবস্থা রয়েছে। কোর্স সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি রইল নীচে।
কোর্সের নাম: ‘বি এসসি ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি’
কোর্সের মেয়াদ: ৩ বছর
আসন সংখ্যা: ৬০ টি। ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা: যে কোনও অনুমোদিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা ম্যাথমেটিক্স, যে কোনও একটি মেন সাবজেক্ট হিসাবে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ফল প্রকাশের আগে প্রভিশন্যাল বেসিসে ভর্তির সুযোগও রয়েছে। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট: www.bcresapc.ac.in
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন- 9434312482