নৃশংসভাবে বিড়াল ছানাকে আকাশে ছুড়ে দিয়ে ‘খুন’ করে মজা পায় যারা (দেখুন ভিডিও)
দুর্গাপুর, ২৩ মে ২০২১: দুর্গাপুরে আলকাতরার ড্রামে পর পর কুকুরছানাগুলিকে চুবিয়ে মেরে ফেলার পরে অভিযুক্ত গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে গিয়েছিল। এবার আসানসোলে নৃশংসভাবে বিড়ালছানাকে আকাশে ছুড়ে ‘খুন’ করার পরেও ছাড়া পেয়ে গেল অভিযুক্ত। অবলা প্রাণীর উপরে এমন বর্বর আচরণের উপযুক্ত সাজার দাবি তুলেছে পশুপ্রেমী সংগঠনগুলি।
দেখুন ভিডিও
আসানসোলের ঘটনা। একটি অসহায় বিড়ালছানাকে কাপড়ে মুড়ে আকাশে ছুড়ে দেওয়া হল গায়ের জোরে। শূন্যে হাত-পা ছুড়তে ছুড়তে নর্দমার ধারে পড়ে গিয়ে সেটি স্থির হয়ে গেল। সেই ঘটনার ভিডিও করা হল। স্লো মোডে দিয়ে ভাইরাল করা হল ভিডিও। এতটাই জঘন্য মনোবৃত্তি তাদের! দৃষ্টান্তমূলক সাজা চাইছেন নেট নাগরিকদের অনেকেই।
রানিগঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের তরফে সৌরভ মুখার্জী জানিয়েছেন, অবলা প্রাণীদের এভাবে খুন করার মতো বর্বর মানসিকতা দেখে অবাক হতে হয়। এদের সাজা হওয়া দরকার। পুলিশ জানিয়েছে, ঘটনায় তিনজন জড়িত। তাদের মধ্যে দু’জন নাবালক। মূল অভিযুক্ত একজন যুবক। জামিন পেয়েছে সে।
আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।