ভারতীয় সেনার হাতে চিনা সৈন্য আটক, জানুন আসল সত্যিটা
ভারতীয় সেনা লাদাখে একজন চিনা সৈন্যকে আটক করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আটক নয়, উদ্ধার করা হয়েছে ওই চিনা সৈন্যকে।
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, চিনা বাহিনীর (পিএলএ) এর একজন সৈনিককে ১৯ অক্টোবর সোমবার পূর্ব লাদাখের ডেমচোক সেক্টর থেকে উদ্ধার করা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে কর্পোরাল ওয়াং ইয়া লং পথভ্রষ্ট হয়েছিলেন।
পিএলএ তাদের হারিয়ে যাওয়া সৈন্যের বিষয়ে একটি বার্তা পাঠিয়েছিল ভারতীয় বাহিনীর কাছে। এরপরেই 0ভারতীয় বাহিনী অনুসন্ধান শুরু করে। তাঁকে উদ্ধার করা হয়। এরপর অক্সিজেন, খাদ্য ও গরম পোষাক সহ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে। যাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি না হয়।
প্রথা অনুসারে ওয়াং ইয়া লং-কে চুশুল-মলডোতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে চীনা আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
pix- General MM Naravane visited Kharga Corps. (credit-INDIAN ARMY)