Inox Burdwan show time

Inox Burdwan show time : বর্ধমান আইনক্সের শো-টাইম

Inox Burdwan show time : 

Inox Burdwan show time. আইনক্স বর্ধমানের শো-টাইম নিয়ে অনেকেই জানতে চান। অনেকেই জানতে চান, কীভাবে ঘরে বসেই টিকিট বুকিং করতে হবে। তাঁদের সবার জন্য থাকছে এই প্রতিবেদন। তবে তার আগে একটু বরং খোঁজ নেওয়া যাক, Inox মাল্টিপ্লেক্সের শুরু কীভাবে, চলার পথে কত কী বদল এল, আজ দেশের মাল্টিপ্লেক্সের বাজারে তার কী পরিস্থিতি।

Inox এর ইতিহাস

INOX গ্রুপের বিনোদনমূলক সংস্থা INOX Leisure বা INOX Movies ছিল মুম্বই ভিত্তিক একটি ভারতীয় মাল্টিপ্লেক্স চেইন।1999 সালের নভেম্বরে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয়। চার পর্দার মাল্টিপ্লেক্স খোলার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। 2004 সালে মুম্বই ছাড়াও কলকাতা, গোয়ায় মাল্টিপ্লেক্স খোলে INOX। পরবর্তী বছরগুলিতে বেঙ্গালুরু, জয়পুর, ইন্দৌর, দার্জিলিং, কোটা, লখনউ সহ দেশের বহু শহরে মাল্টিপ্লেক্স চালু করে INOX।

2006 সালে INOX ক্যালকাটা সিনেমাস প্রাইভেট লিমিটেড (CCPL) এর মালিকানাধীন 89 Cinemas অধিগ্রহণ করে নেয়। এর ফলে পশ্চিমবঙ্গ এবং আসামে থাকা CCPL এর নয়টি মাল্টিপ্লেক্সের মালিকানা INOX এর হয়ে যায়। পরে INOX সত্যম সিনেপ্লেক্স লিমিটেডকে অধিগ্রহণ করে। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত, দেশের 74টি শহরে INOX-এর 170টি মাল্টিপ্লেক্স এবং 722টি স্ক্রিন ছিল। 27 মার্চ 2022-এ, INOX ঘোষণা করে, ভারতের বৃহত্তম সিনেমা চেইন PVR সিনেমার ( PVR Cinemas) সঙ্গে মিশে যাবে তারা। 2023 সালের ফেব্রুয়ারিতে INOX Leisure মিশে যায় PVR সিনেমার সঙ্গে। ৬ ফেব্রুয়ারি থেকে নাম হয় PVR INOX।

INOX বরাবর তার সাফল্যের মুকুটে নতুন নতুন পালক যুক্ত করে চলেছে। 2018 সালে মুম্বইয়ের মেট্রো আইনক্স মাল্টিপ্লেক্স ভারতের প্রথম সৌর শক্তি চালিত সিনেমা হল হিসাবে যাত্রা শুরু করে। 2021 সালে পুনে এবং ভাদোদরায় INOX এর মাল্টিপ্লেক্সগুলিতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন চালু করা হয়। চলার পথে বহু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছে এই সংস্থা।

  • 2005 – ‘ICICI Entertainment Retailer of the Year’ Award.
  • 2006 – TAAL Multiplexer Award.
  • 2007 – Emerging Superbrand of the year.
  • 2016 – Big Cine Expo Awards’ Best Technology Adopter of the Year
  • 2017 – India Retail Forum’s Entertainment Retailer of the Year

Inox Burdwan / Inox Bardhaman

Inox Burdwan. এর ঠিকানা হল Arcade, 4th Floor, 60, B. B. Ghosh Road, Next to Big Bazaar, Burdwan, West Bengal 713101। এখানে শুধু যে বর্ধমানের বাসিন্দারাই সিনেমা দেখতে আসেন তাই নয়, সংলগ্ন বিভিন্ন গ্রামীণ এলাকার মানুষজনও এই মাল্টিপ্লেক্সে তাঁদের ফেভারিট সিনেমা দেখতে ভীড় করে থাকেন। আসুন এবার জেনে নেওয়া যাক, Inox Burdwan. কবে কী সিনেমা চলছে এই মাল্টিপ্লেক্সে, কীভাবে সেই সব সিনেমার টিকিট ঘরে বসেই আগাম বুকিং করে ফেলবেন।

Burdwan Inox show time.

নীচের লিঙ্কগুলিতে ক্লিক করুন, তাহলেই কবে কোন সিনেমা, টিকিট বুকিং, সব জানতে পারবেন। 

https://www.inoxmovies.com/

https://in.bookmyshow.com/cinemas/burdwan/inox-burdwan-arcade-b-b-ghosh-road/INBW

https://paytm.com/movies/burdwan/inox-burdwan-arcade-b-b-ghosh-road-c/30

আরও পড়ুন- বর্ধমানের জনপ্রিয় পর্যটন স্থান

 

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours