Mrs Chatterjee Vs Norway : নরওয়েতে সাগরিকার লড়াইয়ের সেই সত্যি গল্পটা জানেন?

২৪ ফেব্রুয়ারি ২০২৩: ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway)! সিনেমার ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই খোঁজখবর শুরু হয়েছে ছবিটি নিয়ে। আসলে সাগরিকা ভট্টাচার্যের (Sagarika Bhattacharya) লড়াইয়ের সেই কাহিনী থেকে অনুপ্রাণিত হয়েই এই সিনেমাটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। একথা জেনে সংবাদমাধ্যমে ইতিমধ্যেই উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন সাগরিকা।

যদিও মূল কাহিনীর অনেকখানি হেরফের করা হয়েছে বলে জানা যাচ্ছে। অসীমা ছিব্বর পরিচালিত এই ছবিতে রানী মুখার্জির বিপরীতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ১৭ মার্চ Mrs Chatterjee Vs Norway সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

সিনেমাটি দেখার আগে আসল কাহিনীটি জানা যাক। এ’দেশের এক দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্য থাকতেন নরওয়েতে। দম্পতির দুই শিশুসন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যার (Abhigyan and Aishwarya) দেখভাল ঠিকমতো হচ্ছে না, এই অভিযোগে ২০১১ সালের মে মাসে একদিন নরওয়ে সরকারের শিশুকল্যাণ বিভাগ (Norwegian Child Welfare Services) শিশুদুটিকে মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নেয়।

আসলে নরওয়েতে শিশুদের নিয়ে আইনকানুন খুব কড়া। সেদেশে শিশুকল্যাণ কর্তৃপক্ষ বাড়ি বাড়ি ঘুরে দেখেন, শিশুরা কেমন আছে। সাগরিকার বাড়িতে গিয়ে তাঁরা দেখেছিলেন, এক বছরের ঐশ্বর্যাকে কোলে নিয়ে রান্না করছেন সাগরিকা। ছোট্ট অভিজ্ঞান মায়ের পাশে দাঁড়িয়ে। তার পরেই তাঁরা ওই দুই শিশুকে নিজের হেফাজতে নিয়ে নেন।

আরও পড়ুন- মেগাস্থিনিস যখন ভারতে এসেছিলেন তখন এখানে কোন বাড়িতে তালাচাবি লাগানোর ব্যবস্থা ছিল না।

তার পর থেকেই শিশুদের ফেরত পেতে মরিয়া চেষ্টা চালাতে শুরু করেন প্রবাসী দম্পতি। এক স্বেচ্ছাসেবী সংস্থা বিদেশমন্ত্রকে ঘটনার কথা জানায়। সরকার চেষ্টা শুরু করে। তৎকালীন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণা (External Affairs Minister SM Krishna) ওসলোতে সে’দেশের বিদেশেমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি তোলেন। শিশুদের কাকা পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কুলটির দন্তচিকিৎসক অরুণাভাস ভট্টাচার্য (Arunabhas Bhattacharya) নরওয়ে পাড়ি দেন।

শেষ পর্যন্ত বহু টানাপড়েনের পরে ২০১২ সালের এপ্রিলে নরওয়ের এক আদালত জানায়, শিশুদুটিকে তাদের পালক বাবা-মায়ের কাছ থেকে নিয়ে তাদের কাকা ভারতে ফিরে যেতে পারেন। কিন্তু তাদের নিজের মায়ের হাতে শিশুদের দেওয়া যাবে না। দেশে ফেরার পরে অভিজ্ঞান ও ঐশ্বর্যা কুলটিতে কাকা, ঠাকুরদা-ঠাকুরমার কাছে ছিল।

আরও পড়ুন- বাংলার বুকে এক টুকরো ‘পর্তুগাল’

দেশে ফিরে সাগরিকা দুই সন্তানকে নিজের কাছে ফিরিয়ে আনতে তৎপর হন। ছেলে-মেয়েদের সঠিক যত্ন সাগরিকা করতে পারেন না বলে অভিযোগ ছিল শ্বশুরবাড়ির। কলকাতা হাইকোর্টে (Calcutta High court) মামলা করেন সাগরিকা। ২০১৩ সালের জানুয়ারি কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, অভিজ্ঞান ও ঐশ্বর্যা থাকবে তাদের মায়ের কাছেই।

জানা গিয়েছে, নিজের দুই সন্তানকে নিজের কাছে ফিরে পাওয়ার সাগরিকার সেই লড়াইয়ের কাহিনীই ফুটিয়ে তোলা হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমায়। সিনেমা রিলিজ হলে তখন জানা যাবে, রিয়েল লাইফের কতটা হেরফের করা হয়েছে রীল লাইফে! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

#RaniMukherjeeFilm #AnirbanBhattacharyafilm

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: