NABH full form. NABH কী?
অনেকেই NABH নিয়ে নানা প্রশ্ন করে থাকেন।
NABH-এর একমাত্র লক্ষ্য, রোগী ও তার পরিবারকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদান নিশ্চিত করা। কারণ, রোগী যেন কোনও হাসপাতালে ভর্তি হওয়ার আগে সেখানকার পরিষেবার মান সম্পর্কে নিশ্চিত হতে পারেন। সেটাই উদ্দেশ্য NABH-এর।
NABH স্বীকৃতির সুবিধা
রোগীদের সুবিধা
NABH স্বীকৃতির বিশেষ কিছু সুবিধা আছে। এতে রোগী ও হাসপাতাল, দুই তরফই উপকৃত হয়। NABH স্বীকৃতির ফলে রোগী ও তার পরিবারের সবথেকে সুবিধা হল, সেই হাসপাতালে উচ্চমানের পরিষেবা ও সুরক্ষা পাওয়ার আশ্বাস। এবং, সেখানকার চিকিৎসক ও কর্মীদের দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। রোগীদের সঠিক চিকিৎসার অধিকার নিশ্চিত করে ও সুরক্ষিত হয় NABH এর স্বীকৃতিতে।
হাসপাতালের সুবিধা
অন্যদিকে, হাসপাতালগুলি নিশ্চিন্তে থাকে যে রোগীরা তাদের পরিষেবার মান নিয়ে সন্তুষ্ট থাকবে। কারণ, তারা যে প্রত্যাশা নিয়ে হাসপাতালে এসেছে সেই সব প্রত্যাশা NABH স্বীকৃতি প্রাপ্ত যে কোনও হাসপাতাল পূরণ করবে। তাছাড়া মান আরও উন্নত করার জন্যও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে হাসপাতালগুলি। এর ফলে রোগীরা বেছে বেছে NABH স্বীকৃতি প্রাপ্ত হাসপাতালেই চিকিৎসার জন্য আসবে। বিভিন্ন হাসপাতাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা ও সুবিধা দিয়ে থাকে যার ফলে রোগী ও তার পরিবারের পক্ষে সঠিক হাসপাতাল নির্বাচন করা কঠিন হয়ে পড়ে। NABH স্বীকৃতি সেক্ষেত্রে রোগী ও তার পরিবারকে হাসপাতাল বেছে নিতে সাহায্য করে।
আরও পড়ুন: বয়সকালে কী খাবেন আর কী খাবেন না
পশ্চিমবঙ্গে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পেও গুরুত্ব দিয়ে থাকে এনএবিএইচ স্বীকৃত হাসপাতালগুলিকে। চিকিৎসা বাবদ পাওয়া টাকা ‘যথেষ্ট’ নয় বলে অনেক বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিল। নির্দিষ্ট প্যাকেজের আওতায় না-থাকা ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য মাত্র পাঁচ হাজার টাকা বরাদ্দ ছিল। রাজ্য সরকার সেই খরচ একেবারে পাঁচ গুণ বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন নির্দেশিকায় ওষুধপত্র ও ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ বাড়িয়ে এ বার ২৫ হাজার টাকা করা হয়েছে। সেটি শুধু রাজ্যের সেই ৩০টি হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের NABH স্বীকৃতি রয়েছে।