Modern Play Kitchen Set. দারুণ এক রান্নাবাটি

Modern Play Kitchen Set
Modern Play Kitchen Set. বাড়িতে ছোট্ট রাজকন্যা থাকলে এই কিচেন সেটটি আপনি না কিনে পারবেন না। যেমন আমি পারিনি। অসাধারণ একটি কিচেন সেট। বিভিন্ন রঙের এই সেটে ৩৬ রকমের আইটেম সামগ্রী আছে। হাতা, খুন্তি থেকে দারুন গ্যাস, স্টোরেজ আরও যে কত কী! হাতা খুন্তি রাখার জন্য হোল্ডার পর্যন্ত আছে। যা পুরো সেটটিকে অত্যন্ত মনোগ্রাহী করে তুলেছে। বড়দের রান্নাঘরের একটি ছোট অথচ পরিপাটি মডেল।
এমন রান্নাঘর চাই? এখানে ক্লিক করুন
বাস্তবের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য কৃত্রিম ভাবে রান্নার শব্দ, জলের শব্দ সব পাওয়া যাবে রান্না রান্না খেলার সময়। এক কথায় অসাধারণ এই Modern Play Kitchen Set ! এই খেলনা রান্নাঘরটি খেলতে খেলতে ছোট্ট মেয়েটির মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে। বাস্তব পরিচিতি তৈরী হবে। এবং মানসিক বিকাশেও এই খেলনা যথেষ্ট উপযোগী। বাজার করার মত সুন্দর একটি কনসেপ্টও তৈরী হবে। নানান ধরণের সুস্বাদু রান্নার মধ্যে দিয়ে তার খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে।
ছোটদের খাওয়ানো আজকের দিনে সবচেয়ে কঠিন কাজ। আমি আমার এক বন্ধুকে দেখেছি। তার মেয়ের খাবার তৈরী করে এনে এই রান্নার ওভেনে গরম করতে বলছে মেয়েকে। তিতলি ভাবলো সে নিজের খাবারটা গরম করেছে। ওভেন থেকে সাবধানে নামালো তার খাবার। হাত ধুয়ে নিয়ে সে নিজেই খেয়ে নিল তার খাবার। এই খেলনার উপযোগীতা এখানেই। এখন সব বাড়িতেই একটা করে সন্তান। তাকে সঠিক ভাবে বড় করতে হলে দিতে মানসিক বিকাশের সঠিক সামগ্রী এটি। উন্নতমানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই কিচেন সেটে। যা ধোয়া যাবে। সঙ্গে ভীষণ শক্তপোক্ত। উচ্চতায় এটা মাত্র ৬৩ সেন্টিমিটার, দৈর্ঘ্যে ৪৫ সেন্টিমিটার, প্রস্তে ২২ সেন্টিমিটার।