বাজারে এসে গেল OPPO Find X2 and X2 Pro। খোঁজ নিন আমাজনে।
মার্চ মাসের কথা। OPPO থেকে ইঙ্গিত মিলেছিল, OPPO Find X2 এবং X2 Pro বাজারে আনার তোড়জোড় শুরু হয়েছে। সময়সীমা জানায়নি সংস্থা। তবে বুধবার আমাজনে ‘নোটিফাই মি’ সেকশনে তালিকাভুক্ত হয়েছে ফোন দুটি। OPPO নিজেই ট্যুইট করে এই খবর দিয়েছে।
আসুন জেনে নিই Oppo Find X2 and X2 Pro, এই দুই 5G স্মার্টফোনের স্পেশিফিকেশন সম্পর্কে।

স্ক্রিন ও প্রসেসর- দুটি স্মার্টফোনেই রয়েছে 6.7-ইঞ্চি কোয়াড এইচডি + ওএলইডি স্ক্রিন। 120 হার্জ রিফ্রেশ রেট এবং 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট সহ। দুটি স্মার্টফোনই সর্বাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত।
RAM– Find X2 তে রয়েছে 6/8 GB RAM। সেখানে X2 Pro তে আছে 12 জিবি RAM।
ক্যামেরা- খোঁজ নিয়ে জানা যাচ্ছে, Find X2 তে 48 মেগাপিক্সেল সোনি প্রাইমারি সেন্সরের সঙ্গে রয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, 3 সেমি ম্যাক্রো মোড সহ। এছাড়া থাকছে 13-মেগাপিক্সেল পিক্সেল টেলিফোটো ক্যামেরা, 5x হাইব্রিড অপটিকাল জুম এবং 20x পর্যন্ত ডিজিটাল সহ।
অন্যদিকে, Find X2 Pro তে থাকছে একটি 48-মেগাপিক্সেল সোনি প্রাইমারি ক্যামেরা। 3 সেমি ম্যাক্রো সহ 48-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়া থাকছে 10x হাইব্রিড জুম এবং 60x ডিজিটাল জুম পর্যন্ত একটি 13-মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা।

সেলফি ও ভিডিও কলিং- দুটি ডিভাইসেই সেলফি তোলা এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে থাকছে এফ/2.4 অ্যাপারচার যুক্ত 32-এমপি ক্যামেরা। তবে জল ও ধুলো থেকে বাঁচতে Find X2 তে রয়েছে IP54 রেটিং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। সেখানে Find X2 Pro তে থাকছে আরও উন্নত IP54 রেটিং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স।
অপারেটিং সিস্টেম- দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম এবং ColorOS 7.1 যুক্ত।
Please Check the latest price of OPPO RENO 3 PRO
ব্যাটারি- Find X2 তে থাকছে 4200 mAh ব্যাটারি। সেখানে X2 Pro তে রয়েছে আরও পাওয়ারফুল 4200 mAh ব্যাটারি। তবে দুটি ফোনের ব্যাটারিতেই 65W SuperVOOC 2.0 Flash Charge support থাকছে।
তুলনামূলক আলোচনা হয়ে গেল দুটি ফোনের। কোন ফোনের কোন দিকটি ভালো তা নিয়ে আর দ্বিমত থাকার কথা নয়। অতএব আর একদম দেরি নয়। চলুন লেগে পড়ি পছন্দের ফোনটির খোঁজে।
Pingback: বাজারে এসে গেল Vivo V19। কিনবেন বলে ভাবছেন! | aamar blog
Pingback: Oppo A12 স্মার্টফোনের আসল দাম কত? | aamar blog
Pingback: বাংলাদেশে মোবাইল ফোনের সেরা দশ ব্রান্ড | aamar blog
Pingback: Realme C3, Realme Narzo 10A, Infinix Note 7 or Redmi 9? | aamar blog
Pingback: Realme Watch design and features revealed - aamar blog
Pingback: don't want to buy chinese smartphones. চাইনিজ স্মার্টফোনের বিকল্প - aamar blog
Pingback: Pros of Infinix Note 7. কী কী বিশেষত্ব ও সীমাবদ্ধতা রয়েছে Infinix Note 7-এ