How to Grow Lemon in Pot. টবে লেবু গাছ লাগিয়ে লেবু পান শতাধিক
How to Grow Lemon in Pot. টবে লেবু গাছ। ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনি হোক বা বাড়ির বারান্দা। যদি ছোট্ট টবে লেবু গাছ থাকে আর তা যদি পাতায়, ফুলে, ফলে ভরে থাকে, তো মন্দ কি!
How to Grow Lemon in Pot. নিজের হাতে তৈরী বাগানের গুরুত্ব অসীম। একদিনে গাছের পাতা কতটা বড় হল কিম্বা ফুল কখন ফুটবে, সব খবরই মনকে আত্মহারা করে তোলে। তাই বাড়িতে বেশী না হলেও দু’একটা গাছ লাগানোই যায়। যে সব গাছ খুব সহজে হয় তার মধ্যে লেবুগাছ অন্যতম। টবে লেবু গাছ লাগানোর মজাই আলাদা!

এক নজরে
How to Grow Lemon in Pot. টবে লেবু কিভাবে ফলাবেন
চারা কোথা থেকে পাবেন
গন্ধরাজ লেবু হতে পারে বা এলাচি লেবু। বাজার থেকে লেবু এনে বীজ সংগ্রহ করে গাছ হলে, সেই গাছ থেকে ডাল কেটে কলম করা যেতে পারে। নতুবা সহজ উপায় হল বাজার থেকে কলমের গাছ কিনে এনে টবে রোপন করা।
একটি লেবু গাছ রোপণের জন্য কি কি লাগবে
২০ ইঞ্চির একটি টব, ভালো মাটি পরিমাণ মত, গোবর সার ১ মগ, বালি ১ মগ ও নারকেল ছোবড়া খানিকটা।
কিভাবে রোপণ করবেন
টবের নিচের দিকে ছিদ্র থাকে, যেখান থেকে টবের অতিরিক্ত জল নিকেশ হয়। তাই এই ছিদ্র বন্ধ না হয় সেই ব্যবস্থা করতে হবে। কয়েকটি ছোট ছোট সাইজের পাথর দিয়ে তার ওপর ভাঙা টবের টুকরো দেওয়া যেতে পারে।
এরপর মাটি-বালি-গোবরসার-ছোবড়া কুচি ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিছুটা মাটি দিয়ে চারা গাছ বসিয়ে বাকি মাটি ওপর থেকে দিয়ে দিতে হবে। যেন চারা গাছের কোনও ক্ষতি না হয়। টবের ২ ইঞ্চি জায়গা যেন ফাঁকা থাকে উপর থেকে। তাতে পরে জল ও খাবার দিতে সুবিধে হবে।
রোপণের পরে করণীয় কি কি
চারা গাছ রোপন করা হয়ে গেলে টবে ঝাঁঝরি দিয়ে জল দিয়ে ছায়ায় রাখতে হবে দিন দশেক। এরপর সূর্যের আলোয় রাখলে ভালো। প্রতিদিন জল দিতে হবে।
মার্চ-এপ্রিল ও নভেম্বর-ডিসেম্বর নাগাদ গাছে ফুল আসবে। তাই জানুয়ারির শুরুর দিক থেকে ১৭-১৮ দিনের ব্যবধানে সরষের খোল দিতে হবে নিয়ম করে। মাঝেমধ্যে ২ চামচ জৈব সার আর নিম খোল দিতে হবে। নিম খোল দিলে মাটি ও গাছের ক্ষতিকারক পোকা মরে যাবে।

How to grow Allamanda indoors. অ্যালামুন্ডা বা অলকানন্দার যত্ন
Pingback: Plumeria plants in pots. টবে কাঠগোলাপ কিভাবে লাগাবেন?