লুকিয়ে তোমায় দেখতে
ভীষণ ইচ্ছে করে।
চেনা ডাকে সাড়া দিতে,
মোড়ের মাথায় স্থির চোখে ধরা দিতে
ভীষণ ইচ্ছে করে।
বৃষ্টি ভেজা হাঁসের মতো ঘরে ফিরতে
ইচ্ছে করে।
সময় কখন পরিয়ে গেছে ভুলেই গেছি।
মেঘের মত উড়তে গিয়ে বৃষ্টি হয়ে পড়ে গেছি ।
হেরে গেছি ।
মাঝেমধ্যে হেরে যেতেই ভালো লাগে
তোমার কাছে।
বুকের মধ্যে শিহরণ বেঁচে আছে
আগেরই মতন ।
হাতটা শুধু কষে ধরো আগের মতন।
তোমার হয়েই থাকতে —–
ভীষণ ইচ্ছে করে!!!
+ There are no comments
Add yours