বিষাক্ত

রুক্ষ্ম ভাষা কংক্রিট দেওয়াল ভেঙে দেয়

ভাঙা ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে আসে শীর্ণ কঙ্কাল।

ওঁত পেতে থাকে হিংস্র জন্তু

ছোবল মেরে কেড়ে নিতে চায় ভালোত্বকে।

বিকেল শীর্ণকায়, দুপুর বিষণ্ণ, দিন উত্তপ্ত

রাতের অন্ধকারে ছিনিয়ে নেওয়ার হাওয়া।

বিষাক্ত কংক্রিটের ভাষা, নোংরা সভ্যতার গন্ধ-

অনেক ভালোর মধ্যে কুৎসিত জীবের আনাগোণা

তপ্ত পৃথিবীতে ক্লান্তির রেশ, আঁশটে গন্ধ বড্ড বেশি।

Leave a Reply