ট্রেনের বাতিল কামরায় রেস্তোঁরা ও কফি কর্ণার গড়া হয়েছে আসানসোলে। রেলের পুরনো সম্পত্তি কিভাবে কাজে লাগানো যায় তা জানতে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেখানেই এই প্রস্তাব আসে। তারপরেই আসানসোল স্টেশনে দু’টি বাতিল কামরাকে সাজিয়ে ফেলে রেল।
Indian Railways launched its first ‘Restaurant on Wheels’ at Asansol station for the use of passengers as well as general public of Asansol. Minister of State for Environment, Forest & Climate Change, Babul Supriyo, recently inaugurated this first of its kind restaurant in a programme held at Asansol station.
The Restaurant on Wheels at Asansol station circulating area was developed by refurbishing two over aged MEMU coaches. The entire process of converting old train coaches into restaurants was completed in just 3 months. There are two eating joints. One is for chai and snacks, called ‘Chai-Chun’ and a fine-dinning restaurant called ‘Wow Bhojan’.
This unique effort will not only improve the facilities at Asansol station but also generate non-fare revenue earnings approximately Rs 50 lakhs in the next five years.
ট্রেনের বাতিল কামরায় রেস্তোঁরা ও কফি কর্ণার গড়া হয়েছে আসানসোলে। রেলের পুরনো সম্পত্তি কিভাবে কাজে লাগানো যায় তা জানতে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেখানেই এই প্রস্তাব আসে। তারপরেই আসানসোল স্টেশনে দু’টি বাতিল কামরাকে সাজিয়ে ফেলে রেল।
বাইরে থেকে দেখলে মনে হবে দু’কামরার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলে অবাক হতে হয়। শৌখিন চেয়ার, টেবিল। দেওয়ালে তৈলচিত্র। ভিতরে রেস্তোঁরা ও কফি কর্ণার। দুটি বেসরকারি সংস্থাকে এগুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। দিনভর সেখানে খাবার মিলবে। মিলবে কফি, চা। রেলমন্ত্রকের আশা, আগামী পাঁচ বছরে ৫০ লক্ষ টাকা আয় হবে।
ছবি- রেলমন্ত্রকের টুইট ও পিআইবি।
+ There are no comments
Add yours