You are currently viewing Skin care routine for oily skin. পুজোর আগেই ত্বকের জেল্লা ফেরাতে চান?

Skin care routine for oily skin. পুজোর আগেই ত্বকের জেল্লা ফেরাতে চান?

Skin care routine for oily skin

skin care routine for oily skin. এক বছরের দীর্ঘ অপেক্ষার পর আসছে দুর্গাপুজো। বাঙালীর সেরা উৎসব। আর এই উৎসবকে ঘিরেই শুরু হবে কেনাকাটা। সাজ গোজ বেড়ানো খাওয়া দাওয়া। আর এসবের আগে যে কাজটা সেরে ফেলতে হবে তা হল নিজেকে সুন্দর করে তোলা।

পুজোর আগে কোমল, উজ্জ্বল ত্বক কে না চায় ? প্রতিদিনের ব্যস্ততার মাঝে একটু সময় বের করে ফেলুন নিজের জন্য। সপ্তাহে অন্তত একদিন রবিবার। এই একটু সময় নিয়ে নিজের যত্নটা সেরে ফেলতে ভুলবেন না। সালোঁয় গিয়ে নামী প্রসাধনীতে যেমন একগাদা টাকা খরচা অন্যদিকে সময়। বাড়িতেই রান্নাঘরের কয়েকটা জিনিসের সঠিক ব্যবহারে ত্বক হবে ঝলমলে উজ্জ্বল টানটান। সে আপনার ত্বক অয়েলি হলেও দুশ্চিন্তার কিছু নেই। আসুন জেনে নিই। Skin care routine for oily skin.

ডি-ট্যানের জন্য

আমাদের কাজেকর্মে বাইরে যেতেই হয়। ছাতা থাকলেও ট্যান পড়বেই। এমন কি রান্না করতে করতেও আগুনের তাপে ট্যান পরে শরীরে। তা বলে বাইরে যাওয়া বন্ধ করলে হবে না। আবার রান্না বাদ দিলেও চলবে না। কিন্তু নিয়মিত যত্নে আপনি নিজেকে সুন্দর করে তুলতে পারেন।

পুজোর আগে ত্বকের জেল্লা ফেরাতে যা করবেন-

১. ২ টেবিল চামচ দই আর ১ টেবিল চামচ ময়দা মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ময়দা দিয়েই তৈরী করুন ডি-ট্যান প্যাক। এ বার প্যাকটি সারা মুখে লাগিয়ে মিনিট ১৫ রেখে দিন। তার পরে জল দিয়ে ধুয়ে মুখ পরিষ্কার করে নিন। হাত-পা থেকে ট্যান তুলতেও এই প্যাক ব্যবহার করতেই পারেন।

অথবা

২. একটা গোটা লেবুর রস নিন। তাতে ৩ চামচ নারকেল তেল, ৩ চামচ গোলাপ জল দিন। এতে ২ চামচ আটা ২ চামচ কফি পাউডার মিশিয়ে নিন। এবার ভালো করে মিশিয়ে নিন সব সামগ্রীগুলোকে। এবার মিশ্রণটি গলা, ঘাড়, হাত, কনুই, পায়ে লাগিয়ে নিন।  ১৫ মিনিট অপেক্ষা করুন। হাল্কা গরম জল হাতে নিয়ে মাসাজ করে নিন। তারপর ঠান্ডা পরিস্কার জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার লাগাতে পারলেই কেল্লাফতে। চকচক করবে স্কিন।

ত্বক টানটান করতে

১.কাজের অত্যাধিক চাপ, চিন্তা দূষণেঅকালেই ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে। ত্বক টানটান করতেও ব্যবহার করতে পারেন মধু। বয়সের ছাপ দূরে সরিয়ে রাখতে মধুর জুড়ি মেলা ভার। তবে হ্যাঁ এক্ষেত্রে অর্গ্যানিক মধু ব্যবহারে ১০০ শতাংশ ফল পাবেন। মধুর সঙ্গে ১ চামচ গরুর দুধ ও ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। মুখে ভালো করে ম্যাসাজ করুন।গলায়, হাতে, পিঠে ম্যাসাজ করতে পারেন। ১৫ মিনিট অবশ্যই ম্যাসাজ করবেন।

অথবা

২. ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। সারা মুখে প্যাকটি লাগিয়ে মিনিট ১৫ রাখুন। এরপর ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই প্যাকটি নিয়ম করে ব্যবহার করলে ত্বক টানটান হবে। মসৃণও থাকবে।

ত্বক উজ্জ্বল করতে যা করবেন

১. শুধু মুখ পরিস্কার করলেই তো হবে না । হাত পা পিঠের যত্ন নিতে হবে সমানভাবে। সেজন্য নিন ২ চামচ চাল গুঁড়ো, ১ টা খোসা

ছাড়ানো আলুর পেস্ট, ৩ চামচ গরুর দুধ। মিশ্রণটি হাতে পায়ে পিঠে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে আলতো হাতে খসে নিন।  সামান্য গরম জলে ধুয়ে নিতে হবে। তারপর ঠাণ্ডা পরিস্কার জলে ধুয়ে ফেলুন। তোলায়ে দিয়ে হালকা করে মুছে। ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

অথবা

২. ২ চামচ ব্যসন নিন। ২ চামচ নারকেল তেল, ১ চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। হাতে পায়ে পিঠে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। হাল্কা হাতে খসে নিন। ঠাণ্ডা জলে ভালো করে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন- রোগা হওয়ার ৫ টোটকা

 

Leave a Reply