অনলাইন প্রতারণার আরও এক দিক
বিপদ অ্যাপ থেকেও অনলাইন প্রতারণা কত রকম ভাবে হতে পারে, সত্যিই আগাম ধারণা করা মুশকিল। এই ব্লগে এর আগের একটি লেখায় ক্রে়ডিট কার্ড, ডেবিট বার্ড বা ইএমআই কার্ড থেকে কিভাবে ‘বিপদ’ আসতে পারে সে ব্যাপারে ইঙ্গিত ছিল। ‘পিন’ বা ‘ওটিপি’ তো দূরের কথা, কার্ড নম্বর, মেয়াদ শেষের তারিখ, সিভিভি নম্বরও ভুল করেও কাউকে জানানো যাবে…