‘শাট আপ’ !!!
হায়দ্রাবাদে মহিলা চিকিৎসকের সঙ্গে নৃশংস ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে হত্যা করার পর দেশ জুড়ে ঝড় উঠেছে । অনেকেই পুলিশের প্রশংসা করছেন । আবার একদল নানা তাত্ত্বিক কথা বলছেন । কেউ মানবাধিকারের কথা বলেছেন। পশ্চিমবঙ্গে কেউ আবার মোদী-দিদি আঁতাতও খুঁজে পাচ্ছেন । এরা কারা??? খোঁজ নিয়ে দেখছি, এরা সবাই নিশ্চিন্তে জীবন যাপন করেন । চারচাকা বাহনে বিচরণ …