চার রকম আধার কার্ড? বৈধ কোনটি?
আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
চার ধরণের আধার কার্ড রয়েছে। অনেকেই সংশয়ে পড়ে যান, কোন কার্ডটি রাখা উচিত।
১) ডাক মারফৎ আসা আধার- আধার কার্ডের জন্য আবেদন করার কিছুদিন পরে পিওন আপনার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন চিঠির মতো বড় আধার কার্ড। অধিকাংশের কাছে এই ধরণের আধার কার্ডই রয়েছে এখন।
২) ই-আধার- UIDAI এর ওয়েবসাইড থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যায় ই-আধার৷ এটি আধার কার্ডের ডিজিটাল সংস্করণ। পিডিএফ আকারে থাকে। খোলার জন্য পাসওয়ার্ড লাগে। ক্যাপিটাল লেটারে নামের প্রথম চারটি অক্ষর এবং জন্মের বছর।
৩) এম-আধার- নিজের মোবাইলে mAadhaar অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমে মোবাইলেই ডাউনলোড করে রাখতে পারবেন আধার। ডিজিটাল প্রয়োজনে মোবাইল থেকেই ব্যবহার করতে পারবেন।
৪) আধার পিভিসি কার্ড- পিভিসি কার্ড বেশি সুরক্ষিত। নকল করা যাবে না সহজে। পিভিসি হওয়ায় সহজে নষ্টও হবে না। ড্রাইভিং লাইসেন্স বা এটিএম কার্ডের মতো সহজে মানিব্যাগের ভিতরেও রাখা যেতে পারে।
এই চার ধরণের আধার কার্ডই বৈধ। যে কোনও একটি কাছে থাকলেই হল।
https://durgapur24x7.com/how-to-get-pvc-aadhaar-card-online/