বিশ্ব অপটোমেট্রি দিবসে অপটোমেট্রি ক্লিনিক চালু করছে BCREC- APC
আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ মার্চ ২০২১ঃ আগামী ২৩ মার্চ বিশ্ব অপটোমেট্রি দিবস। দিনটিকে বিশেষ ভাবে পালনের উদ্যোগ নিয়েছে দুর্গাপুরের ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ ও অ্যাকাডেমি অফ প্রফেশন্যাল কোর্সেস ( BCREC APC) এর অপটোমেট্রি বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।
সেদিন অপটোমেট্রি ক্লিনিক ‘দৃষ্টিদান-দ্য ভিশন ক্লিনিক’ এর উদ্বোধন করবেন দ্য মিশন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু। উপস্থিত থাকবেন ডাঃ বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির জেনারেল সেক্রেটারি তরুণ ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন প্রখ্যাত অপথালমোলজিস্ট ডাঃ ফাল্গুনী মিত্র। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন BCREC-APC এর প্রিন্সিপ্যাল ডঃ অরুণাভা মুখার্জী।
অপটোমেট্রি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের-ও আয়োজন করা হবে সেদিন। ১০ জন দুস্থ রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হবে। দিনটি উপলক্ষে পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে অংশ নেবেন অপটোমেট্রি এবং মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিভাগের ছাত্র-ছাত্রীরা। প্রসঙ্গত, অপটোমেট্রি নিয়ে পড়াশোনার পরে চোখের হাসপাতালে, ক্লিনিকে কাজের সুযোগ রয়েছে। এছাড়া সরকারি, বেসরকারি হাসপাতালের চক্ষু বিভাগেও কাজের সুযোগ আছে৷ আবার কোর্স শেষে কয়েক বছর অভিজ্ঞতা সঞ্চয়ের পরে কেউ অপটোমেট্রিস্ট হিসেবে স্বাধীনভাবে নিজের মতো প্র্যাকটিসও শুরু করতে পারেন।
আরও পড়ুন- অপটোমেট্রি নিয়ে পড়াশোনা করে সফল কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে BCREC APC